ঢাকা, বুধবার   ০৫ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

আগুনে দগ্ধ চা দোকানি বাবুল মারা গেছেন, ৬ জনের নামে মামলা, গ্রেফতার ১

প্রকাশিত : ১৮:১৬, ৪ ফেব্রুয়ারি ২০১৬ | আপডেট: ১৮:৫৩, ৪ ফেব্রুয়ারি ২০১৬

Ekushey Television Ltd.

mirpur teastallরাজধানীর মিরপুরে কেরোসিনের চুলার আগুনে মারাত্মকভাবে দগ্ধ বাবুল মাতুব্বর বৃহস্পতিবার দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটিতে মারা গেছেন। তার স্বজনদের অভিযোগ, চাঁদা না পেয়ে পুলিশ চুলায় লাথি মারে। এতে, চুলা ছিঁটকে বাবুলের গায়ে পড়লে আগুন ধরে যায়। এ’ ঘটনায় শাহ আলী থানায় মামলা হয়েছে; গ্রেফতার করা হয়েছে একজনকে। আর তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। বুধবার রাতে রাজধানীর মিরপুরের গুদারাঘাটে চাঁদা না পেয়ে পুলিশ চা দোকানি বাবুলের কেরোসিনের চুলায় লাথি মারে। এতে আগুন ধরে যায় বাবুলের শরীরে। দগ্ধ বাবুলকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়। ১০ ঘন্টা জীবন- মৃত্যুর সন্ধিক্ষণে থেকে মারা যান বাবুল। প্রত্যক্ষদর্শী ও পরিবারের অভিযোগ, বাবুলের দোকানে এসে টাকা দাবি করে শাহ আলী থানা পুলিশের একটি দল। বাবুল টাকা দিতে অস্বীকার করায় এক পুলিশ সদস্য চুলায় লাথি মারেন। এতে কেরোসিন পড়ে আগুন ধরে যায় বাবুলের শরীরে । এ’বিষয়ে কথা বলতে শাহ আলী থানায় গেলে ভারপ্রাপ্ত কর্মকর্তাকে পাওয়া যায়নি। তবে, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ওই থানার এক কর্মকর্তা বলেন, এ’ ঘটনার সাথে পুলিশের সম্পৃক্ততা নেই। এদিকে, বাবুলকে হত্যার ঘটনায় শাহ আলী থানায় ৬ জনের নামে মামলা হয়েছে। পারুল নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। এ’ ব্যাপারে রাজধানীর তেজগাঁওয়ে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, দোষী যেই হোক, তদন্ত করে আইনের আওতায় আনা হবে। বাবুল মাতুব্বর হত্যায় জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবি জানিয়েছেন স্বজনরা।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি