ঢাকা, রবিবার   ২২ ডিসেম্বর ২০২৪

৭ মার্চের ভাষণ নির্যাতিত-নিপীড়িত মানুষের কণ্ঠস্বর : কাদের

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:৩৬, ১৮ নভেম্বর ২০১৭ | আপডেট: ২০:০১, ১৮ নভেম্বর ২০১৭

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাষণ একটি ঐতিহাসিক দলিল। বিশ্বের নির‌্যাতিত নিপীড়িত মানুষের কন্ঠস্বর ছিল বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ। আজ শনিবার সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত এক নাগরিক সমাবেশে তিনি এসব কথা বলেন।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ভাষণ ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের দলিল হিসেবে স্বীকৃতি পাওয়ায় সোহরাওয়ার্দী উদ্যানে এই সমাবেশের আয়োজন করা হয়। বেলা আড়াইটার দিকে ইমেরিটাস অধ্যাপক আনিসুজ্জামানের সভাপতিত্বে সমাবেশ শুরু হয়েছে। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন প্রধানমন্ত্রী ও বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা।

সমাবেশে লেখক, পদার্থবিদ, ও শিক্ষাবিদ ড. মুহম্মদ জাফর ইকবাল বলেছেন, বঙ্গবন্ধু ও বাংলাদেশ সমার্থক। বঙ্গবন্ধুর জন্ম না নিলে বাংলাদেশেরও জন্ম হতো না।

জাফর ইকবাল বলেন, আমি আমার ছাত্রদের দেশকে ভালোবাসতে বলি। আর দেশকে ভালোবাসতে হলে দেশের ইতিহাসকে জানতে হবে। আর ইতিহাস জানতে হলে সবার আগে ৭১ সালের ৭ মার্চের ভাষণ শুনতে হবে।

এমআর


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি