মেধার ভিত্তিতে পদোন্নতির দাবি বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের
প্রকাশিত : ১৯:৪৬, ৪ ফেব্রুয়ারি ২০১৬ | আপডেট: ১৯:৪৮, ৪ ফেব্রুয়ারি ২০১৬
জেষ্ঠ্যতার ভিত্তিতে নয়, মেধার ভিত্তিতে পদোন্নতির দাবি জানিয়েছে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশন। একই সঙ্গে অষ্টম পে-স্কেলে ৩৭টি বিশ্ববিদ্যালয় শিক্ষকদের বেতন বৈষম্য দূর ও পদমর্যাদা রক্ষার আন্দোলন ২৩শে জানুয়ারি থেকে বাড়িয়ে ২৩শে ফেব্রুয়ারি পর্যন্ত স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশন। শিক্ষকদের আন্দোলন যুক্তিযুক্ত এবং এই দাবী মেনে নিয়ে বিশ্ব বিদ্যালয় গুলোতে সাভাবিক পরিস্থিতি ফিরিয়ে আনতে সরকারের প্রতি আহাবান জানিয়েছে শিক্ষার্থী ও বিশ্ব বিদ্যালয়ের ছাত্র সংগঠন গুলো।
সপ্তম জাতীয় পে-স্কেলে শিক্ষকদের এক নম্বর গ্রেডে যাওয়ার ব্যবস্থা থালেও নেই অষ্টম পে-স্কেলে। এই গ্রেডসহ চারটি দাবিতে আন্দোলন করছে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশন। আর এই দীর্ঘ নয় মাসের আন্দলোনের সম্মান জনক সমাধান হবে বলে আশা করছেন বিশ্ববিদ্যালয় শিক্ষকরা।
এসময় বিশ্ববিদ্যালয় শিক্ষকদের কর্মবিরতি স্থগিতের মেয়াদ ২৩ ফেব্রুয়ারি পর্যন্ত বাড়ানো হয়েছে।
শিক্ষকদের দাবি আদায়ের আন্দোলনে একমত শিক্ষার্থীরা। শিক্ষা জীবন বাধা গ্রস্থ না করে, বিকল্প উপায়ে শিক্ষকদের আন্দোলনের আহ্বান জানান ঢাকা বিশ্ব বিদ্যালয়ের প্রথম বর্ষের শিক্ষার্থীরা।
এদিকে বিশ্ববিদ্যালয় ছাত্র সংগঠন গুলো শিক্ষকদের দাবি মেনে নয়ার আহাবান জানান।
আরও পড়ুন