ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

মহানগর আওয়ামী লীগ পেলো নতুন কমিটি

প্রকাশিত : ১৮:৫০, ১০ এপ্রিল ২০১৬ | আপডেট: ১৮:৫০, ১০ এপ্রিল ২০১৬

ঢাকাকে দুই ভাগে বিভক্ত করে এক যুগ পর নতুন কমিটি পেলো মহানগর আওয়ামী লীগ। উত্তরে সভাপতি হয়েছেন এ কে এম রহমতউল্লাহ, আর সাধারণ সম্পাদক সাদেক খান। দক্ষিণের  সভাপতি আবুল হাসনাত ও সাধারণ সম্পাদকের দায়িত্ব পেয়েছেন শাহে আলম মুরাদ। রোববার সকালে সংবাদ সম্মেলনে নেতাদের নাম ঘোষণা করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম। ২০১২ সালের ২৭ ডিসেম্বর ত্রিবার্ষিক সম্মেলন শেষ হবার সাড়ে তিন বছর পর ঘোষণা করা হলো ঢাকা মহানগর আওয়ামী লীগের নতুন কমিটি। ধানমন্ডিতে দলীয় সভাপতির কার্যালয়ে ঢাকা মহানগর আওয়ামী লীগকে উত্তর-দক্ষিণে বিভক্ত করার ঘোষনা দেন দলের সাধারণ সম্পাদক। সেই সঙ্গে নতুন কমিটির নেতাদের নামও  প্রকাশ করেন তিনি। সামনের নির্বাচনে নতুন নেতৃত্ব আগের চেয়ে বেশি ভূমিকা রাখবে বলে আশাবাদ জানান, সৈয়দ আশরাফ। নতুন দায়িত্বপ্রাপ্ত নেতারাও রাজধানীতে দলীয় কার্যক্রম গতিশীল করার প্রত্যায় জানান।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি