ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

একরাম হত্যা মামলার প্রধান আসামি মিনারকে হাইকোর্টের দেওয়া জামিন বাতিল

প্রকাশিত : ১৭:২৭, ১১ এপ্রিল ২০১৬ | আপডেট: ১৭:২৭, ১১ এপ্রিল ২০১৬

Minarফেনীর ফুলগাজীর একরাম হত্যা মামলার প্রধান আসামি মাহতাব উদ্দিন আহম্মেদ চৌধুরী মিনারকে হাইকোর্টের দেওয়া জামিন বাতিল করেছে আপিল বিভাগ। সেইসঙ্গে কারাগারের যে চিকিৎসকেরা মিনারকে জেলখানা থেকে ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে নেওয়ার সুপারিশ করেছিলেন, তাদের ১৫ ই মে তলব করা হয়েছে। রাষ্ট্রপক্ষের করা ‘লিভ টু আপিল’ নিষ্পত্তি করে প্রধান বিচারপতি এস কে সিনহার নেতৃত্বাধীন আপিল বিভাগ জামিন বাতিলের আদেশ দেয়।আর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের মেডিকেল বোর্ড আদালতে প্রতিবেদন দিয়ে ‘মিনার শারীরিকভাবে সুস্থ’ জানানোর প্রেক্ষিতে এসেছে চিকিৎসকদের তলবের আদেশ।সংশ্লিষ্ট কারা চিকিৎসকদের বিরুদ্ধে কেন শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না- তার কারণ দর্শাতে বলা হয়েছে তাদের। ২০১৪ সালের ২০ মে ফেনীর বিলাসী সিনেমা হলের সামনে ফুলগাজী উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ সভাপতি একরামুল হক একরামকে গুলি করে, কুপিয়ে ও গাড়িসহ পুড়িয়ে হত্যা করা হয়।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি