ঢাকা, শুক্রবার   ১০ জানুয়ারি ২০২৫

১০ ও ১১ জুলাই আওয়ামী লীগের ২০তম জাতীয় সম্মেলন

প্রকাশিত : ১৯:০৯, ১১ এপ্রিল ২০১৬ | আপডেট: ১৯:০৯, ১১ এপ্রিল ২০১৬

১০ ও ১১ জুলাই আওয়ামী লীগের ২০তম জাতীয় সম্মেলন। দলের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম সম্মেলনের তারিখ ঘোষণা করেন। তিনি বলেন, আওয়ামী লীগের কাউন্সিল মানেই দেশকে ইতিবাচক কিছু দেয়া। এবারের সম্মেলন উৎসব মুখর করতে সম্মেলন প্রস্তুতি কমিটিসহ ৯ টি উপ-কমিটির করে দলটি। সোমবার দুপুরে ধানমন্ডিতে দলীয় সভাপতির রাজনৈতিক কার্যালয়ে জাতীয় কাউন্সিলের তারিখ ঘোষণা করতেই এ সংবাদ সম্মেলন। ১০ ও ১১ জুলাই দলের জাতীয় কাউন্সিলের ঘোষণা দেন সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম। দুদিনের সম্মেলনে এরইমধ্যে ৯টি উপ-কমিটি করা হয়েছে বলে জানান তিনি। আর যে দলের হাত ধরে এসেছে স্বাধীনতা, বরাবরের মতো এবারো নতুন নেতৃত্বের পাশাপাশি সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মানের নানা সিদ্ধান্ত আসবে সম্মেলন থেকে। এদিকে সকালে ধানমন্ডি ৩২ নম্বরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের নতুন কমিটির নেতারা।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি