ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

টানা বৃষ্টিতে বাঁধ ভেঙ্গে সুনামগঞ্জের বিভিন্ন হাওড়ে বোরো ধানের ব্যাপক ক্ষতি

প্রকাশিত : ১০:৪১, ১২ এপ্রিল ২০১৬ | আপডেট: ১০:৪১, ১২ এপ্রিল ২০১৬

কয়েকদিনের টানা বৃষ্টি, পাহাড়ী ঢল আর শিলা বর্ষণে ফসল রক্ষা বাঁধ ভেঙ্গে সুনামগঞ্জের বিভিন্ন হাওড়ে বোরো ধানের ব্যাপক ক্ষতি হয়েছে। অতিবৃষ্টির ফলে ৪টি উপজেলার প্রায় ১৫টি হাওরের ফসল এখন হুমকির মুখে। এ’ অবস্থায় জেলার ১২ লাখ কৃষকের দিন কাটছে দুশ্চিন্তা আর হতাশায়। অসময়ে অতিবৃষ্টি; শিলাপাত। সঙ্গে পাহাড়ী ঢল। এতে জেলার বিশ্বম্ভরপুর, জগন্নাথপুর, ধর্মপাশা ও তাহিরপুরের ১৫ হাজার হেক্টর জমির বোরো ধানের ব্যাপক ক্ষতি হয়েছে। একেবারেই বিনষ্ট হয়েছে ৫ হাজার হেক্টর জমির ফসল। অনেকেই কেটে নিচ্ছেন আধাপাকা ধান। ফসল ঘরে তুলতে না পারার দুশ্চিন্তায় দিন কাটছে কৃষকের। কম সময়ের মধ্যে পানি নিষ্কাশন করা না গেলে ক্ষতির পরিমাণ আরও বেড়ে যাওয়ার আশঙ্কাও তাদের। হাওরে ফসলের ব্যাপক ক্ষতির কথা স্বীকার করে বেড়িবাঁধ সংস্কার ও জলাবদ্ধতা দূর করতে ব্যবস্থা নেয়ার আশ্বাস স্থানীয় প্রশাসনের। চলতি মৌসুমে সুনামগঞ্জে ছোট-বড় ৪২০টি হাওরে ২ লক্ষ ২১ হাজার হেক্টর জমিতে বোরো আবাদ হয়েছে।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি