ঢাকা, শুক্রবার   ০৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

সংস্কারের কয়েকদিনের মধ্যেই আবারো ভেঙে গেছে ভোলা ফেরিঘাটের পাইলিং

প্রকাশিত : ১০:৫৩, ১২ এপ্রিল ২০১৬ | আপডেট: ১০:৫৩, ১২ এপ্রিল ২০১৬

Ekushey Television Ltd.

সংস্কারের কয়েকদিনের মধ্যেই আবারো ভেঙে গেছে ভোলার ইলিশা ফেরিঘাটের পাইলিং। এজন্য ঠিকাদারের অবহেলাকেই দায়ী করছেন ঘাট ব্যবহারকারীরা। এ’ অবস্থায় ভোলা-লক্ষ্মীপুর রুটে ফেরি চলাচল ব্যাহত হচ্ছে। ঘাটের দু’পাশে পারাপারের অপেক্ষায় আছে বহু পণ্যবাহী ট্রাক। এতে লাখ লাখ টাকার তরমুজসহ কাঁচামাল পচে নষ্ট হওয়ায় লোকসানে পড়ছেন ব্যবসায়ীরা। ফেরিঘাটে গ্যাংওয়ের মাটি সরে যাওয়ায় চরম ঝুঁকিতে ভোলা সদর উপজেলার ইলিশা ফেরিঘাট। ১৪ মার্চ মেঘনার ভাঙনে ঘাটের পাইলিং ভেঙ্গে যাওয়ায় প্রায় এক সপ্তাহ ফেরি চলাচল বন্ধ রাখে বিআইডব্লিউটিসি। জরুরী ভিত্তিতে ফেরিঘাট সংস্কার করলেও আবারো ঝুকির মুখে পড়েছে ফেরিঘাটটি। ঘাট ব্যবহারকারীরা বলছেন, ঠিকাদাররা দায়সারাভাবে কাজ করায় এ অবস্থা। প্রতিদিন ৩টি ফেরি চলাচল করলেও এখন চলছে মাত্র একটি। ফেরির অভাবে ঘাটে আটকা পড়ে আছে পন্যবাহী অনেক গাড়ি। এতে লোকসানে পড়ছেন ব্যবসায়ীরা। এ অবস্থায় দ্রুত ঘাট সংস্কারের আশ্বাস দিয়েছে বিআইডব্লিটিসি। দ্রুত ইলিশা ফেরিঘাট সংস্কার করে ফেরি চলাচল স্বাভাবিক করার দাবি জানিয়েছেন ঘাট ব্যবহারকারীরা।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি