ঢাকা, সোমবার   ৩০ ডিসেম্বর ২০২৪

জাতীয় সম্প্রচার নীতিমালা সংসদে তোলা হতে পারে জানিয়েছেন তথ্যমন্ত্রী

প্রকাশিত : ১৮:৩২, ৪ ফেব্রুয়ারি ২০১৬ | আপডেট: ১৯:০৩, ৪ ফেব্রুয়ারি ২০১৬

আগামী বাজেট অধিবেশনে জাতীয় সম্প্রচার নীতিমালা সংসদে তোলা হতে পারে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। বৃহস্পতিবার সকালে সচিবালয়ে জতিসংঘের আবাসিক সমন্বয়ক রবার্ট ডি. ওয়াটকিনসের সঙ্গে বৈঠক শেষে মন্ত্রী বলেন, আগামী দুই সপ্তাহের মধ্যে সম্প্রচার নীতিমালা খসড়া তৈরি হয়ে যাবে। সম্প্রচার নীতিমালা প্রণয়নসহ কমিশন গঠনে সহায়তার জাতিসংঘ আগ্রহ দেখিয়েছে বলে জানান তথ্যমন্ত্রী। তিনি জানান, গণমাধ্যমকে কেউ যাতে ব্যাক্তিস্বার্থে ব্যাবহার করতে না পারে সে বিষয়টিও  নীতিমালায় অন্তর্ভুক্ত করা হচ্ছে।
Ekushey Television Ltd.

© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি