ঢাকা, বুধবার   ০৮ জানুয়ারি ২০২৫

ঝিনাইদহে নিজের রাইফেলের গুলিতে পুলিশের কনস্টেবল নিহত

প্রকাশিত : ১২:০৩, ১২ এপ্রিল ২০১৬ | আপডেট: ১২:০৩, ১২ এপ্রিল ২০১৬

Jhinaidahঝিনাইদহের কোটচাঁদপুর থানায় দায়িত্ব পালনের সময় নিজের রাইফেলের গুলিতে সোলাইমান হোসেন নামে পুলিশের এক কনস্টেবল নিহত হয়েছেন। সোমবার দুপুরে এই ঘটনা ঘটে। ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার জানান, সোলাইমান হোসেন থানায় ডিউটি করছিলেন। অসাবধানতাবশত নিজের কাছে থাকা চায়নিজ রাইফেলের গুলি বের হয়ে তার বুকের বামপাশে বিদ্ধ হয়। সোলাইমানকে দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত সোলাইমানের বাড়ি যশোরের দায়তলা গ্রামে। গেলো ২৯শে ফেব্র“য়ারি কোটচাঁদপুর থানায় যোগ দেন তিনি।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি