ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

নববর্ষ উদযাপনে নিরাপত্তা নিশ্চিত করতে একসাথে কাজ করবে ঢাকা বিশ্ববিদ্যালয় ও ঢাকা মেট্রোপলিটন পুলিশ

প্রকাশিত : ১৫:৪০, ১২ এপ্রিল ২০১৬ | আপডেট: ১৫:৪০, ১২ এপ্রিল ২০১৬

DMP-DUবাংলা নববর্ষ সফলভাবে উদযাপন ও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে একসাথে কাজ করবে ঢাকা বিশ্ববিদ্যালয় ও ঢাকা মেট্রোপলিটন পুলিশ। পহেলা বৈশাখ উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে আয়োজিত যৌথ সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেয়া হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রো-ভিসি জানান, সাধারণ মানুষ যাতে স্বাধীনভাবে নির্বিঘেœ ও আনন্দঘন পরিবেশে নববর্ষ উদযানপন করতে পারে সেজন্য সারাদিন ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস উন্মুক্ত থাকবে। সকাল ৭টায় বটতলায় সঙ্গীত বিভাগ আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠান থাকবে। থাকবে মল চত্ত্বরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। এ সময়, ডিএমপি কমিশনার বলেন, জনগনের নিরাপত্তা বিধানে সব ব্যবস্থা নেয়া হয়েছে।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি