ঢাকা, বৃহস্পতিবার   ০৩ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

রাজধানীর বসুন্ধরা স্টার সিনেপ্লেক্সে প্রিমিয়ার হল "দ্য রেভেন্যান্ট "

প্রকাশিত : ২২:৫৬, ৪ ফেব্রুয়ারি ২০১৬ | আপডেট: ২২:৫৬, ৪ ফেব্রুয়ারি ২০১৬

Ekushey Television Ltd.

রাজধানীর বসুন্ধরা স্টার সিনেপ্লেক্সে প্রিমিয়ার হল হলিউডের গোল্ডেন গ্লোব জয়ী অ্যাডভেঞ্চার ছবি "দ্য রেভেন্যান্ট "। অস্কার জয়ী নির্মাতা আলেসান্দ্র গঞ্জালেজ ইনারিতুর পরিচালিত এই ছবিটি এরই মধ্যে বিশ্বব্যাপী আয় করেছে ২২৮ মিলিয়ন ডলার । বড়দিনে মুক্তি পাওয়া রেভেন্যান্ট ছবিটি নির্মিত হয়েছে ১৮২৩ সালের অভিজ্ঞ শিকারী হুগো গ্লাসের উপর । ছবিটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন লিওনার্দো দি ক্যাপ্রিও । ছবিটির জন্য এরই মধ্যে সেরা অভিনেতার পুরস্কার পেয়েছেন । এছাড়া সেরা পরিচালকসহ মোট চারটি ক্যাটাগরিতে গোল্ডেন গ্লোব পুরস্কার উঠেছে ছবিটির ঝুলিতে । সমালোচকদের ধারনা ৮৮তম একাডেমি অ্যাওয়ার্ডসে ছবিটি একাধিক ক্যাটাগরিতে পুরস্কৃত হবে ।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি