ঢাকা, শুক্রবার   ২৪ জানুয়ারি ২০২৫

পাইলিং ভেঙ্গে যাওয়ায় ভোলা-লক্ষ্মীপুর রুটে ফেরি চলাচল বন্ধ

প্রকাশিত : ১৮:৪৮, ১২ এপ্রিল ২০১৬ | আপডেট: ১৮:৪৮, ১২ এপ্রিল ২০১৬

ভোলার ইলিশা ফেরিঘাটের পাইলিং ভেঙ্গে যাওয়ায় ভোলা-লক্ষ্মীপুর রুটে ফেরি চলাচল বন্ধ ঘোষণা করেছে বিআইডব্লিউটিএ। সোমবার রাতে মেঘনায় পানির চাপ বেড়ে যাওয়ায় ফেরি ঘাটের পাইলিং ভেঙ্গে যায়। এরপরপরই এ ঘাটটিকে অচল ঘোষনা করা হয়। তবে বিকল্প হিসেবে ভোলার ভেদুরিয়া ফেরিঘাট থেকে লক্ষ্মীপুর রুটে ফেরি চলাচলের নির্দেশ দেয়া হয়েছে। এদিকে ভোলা-লক্ষ্মীপুর রুটে ফেরি চলাচল বন্ধ হয়ে যাওয়ায় বিপাকে পড়েছে কয়েক শত পন্যবাহী পরিবহন।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি