ঢাকা, শুক্রবার   ২৭ ডিসেম্বর ২০২৪

বিরল বৃক্ষ মানবের চিকিৎসায় সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে সরকার ও মেডিকেল কর্তৃপক্ষ- স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত : ১৯:১৭, ৪ ফেব্রুয়ারি ২০১৬ | আপডেট: ১৯:৩০, ৪ ফেব্রুয়ারি ২০১৬

বিশ্বে বিরল বৃক্ষ মানব খুলনার আবুল বাজনাদারের চিকিৎসায় সরকার ও ঢাকা মেডিকেল কর্তৃপক্ষ সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে জানান স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। এ রোগের সুনিদিষ্ট চিকিৎসা আবিষ্কার না হলেও ক্যান্সার ও ভাইরাস সহ কয়েকটি বিষয় মাথা রেখে তার চিকিৎসা চলছে জানান ঢাকা মেডিকেল কর্তৃপক্ষ। treeman২৫ বছরের আবুল বাজনাদার অন্য দশ জনের মত মানুষ হলেও হাত- পায়ে অতিরিক্ত গাছের মত শেকড় গজানোতে অনেকে তাকে বৃক্ষ মানব বলে ডাকে। ১০ বছর আগে হঠাৎ করে শরীরে একটি আঁচিল দেখা দেয় তার।  ফলে এখন নানা জটিলতায় ভুগছেন তিনি। তাকে দেখতে দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ছুটে আসেন স্বাস্থ্যমন্ত্রী। পরে এক সংবাদ সম্মেলনে মন্ত্রী বলেন, বিরল এই রোগীকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে তার সরকার। আবুলের চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের সদস্যরাও সংবাদ সম্মেলনে অংশ নেন ।রোগের ধরন আর সমাধান সহ নানা প্রশ্নের উত্তরে তারা জানান, এ রোগ মোকাবেলায় বিশ্বের বিভিন্ন বিশেষজ্ঞদের পরামর্শ নেয়া হচ্ছে। এই বৃক্ষ মানবের সুস্থতার স্বার্থে সর্বস্তরের মানুষকে হাসপাতালে ভিড় না করার অনুরোধ জানিয়েছে ঢাকা মেডিকেল কর্তৃপক্ষ।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি