ঢাকা, বৃহস্পতিবার   ০৯ জানুয়ারি ২০২৫

বীরশ্রেষ্ঠদের উত্তরাধিকারী এবং খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের আর্থিক অনুদান দিয়েছেন প্রধানমন্ত্রী

প্রকাশিত : ১৪:৪৪, ১৩ এপ্রিল ২০১৬ | আপডেট: ১৪:৪৪, ১৩ এপ্রিল ২০১৬

PMবীরশ্রেষ্ঠদের উত্তরাধিকারী এবং খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা ও তাদের উত্তরাধিকারীদের আর্থিক অনুদান দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দুপুরে নিজ কার্যালয়ে তাদের হাতে অনুদানের চেক তুলে দেন প্রধানমন্ত্রী। মোট তেরোজনকে তিন লাখ টাকা করে অনুদান দেয়া হয়েছে। এ’সময় জাতির শ্রেষ্ঠ সন্তানদের কথা স্মরণ করে প্রধানমন্ত্রী বলেন, মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের প্রতি আওয়ামী লীগ সরকারের সহযোগিতা, সহমর্মিতা সারাজীবন থাকবে। এর আগে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন সফররত চীনের সহকারী পররাষ্ট্রমন্ত্রী কং জুয়ানইউ। বাংলাদেশের অগ্রগতির প্রশংসা করে চীনের সহকারি পররাষ্ট্রমন্ত্রী বলেন, এই অঞ্চলে শান্তি-শৃংখলা রক্ষায় চীন সব সময় বাংলাদেশের পাশে রয়েছে এবং থাকবে। দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নে চীনা সরকারেরও প্রশংসা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি