ঢাকা, বৃহস্পতিবার   ২৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

মহেশখালীর ঐতিহ্যবাহি মিষ্টি পানের কদর দেশের পেরিয়ে বিদেশেও

প্রকাশিত : ১৬:৪৬, ১৩ এপ্রিল ২০১৬ | আপডেট: ১৬:৪৬, ১৩ এপ্রিল ২০১৬

Ekushey Television Ltd.

কক্সবাজারের মহেশখালীর ঐতিহ্যবাহি মিষ্টি পানের কদর বেড়েছে দেশের গন্ডি পেরিয়ে বিদেশেও। চাহিদা বেশি, আর দাম বেড়ে যাওয়ায় আনন্দিত চাষীরা। সমুদ্র দ্বীপ হলেও  মহেশখালীর মাটি ও আবহাওয়া পান চাষের বিশেষ উপযোগী হওয়ায় ফলন ভাল, বলে জানালেন জেলার কৃষি সংশ্লিষ্টরা। কক্সবাজারের মহেশখালীর ঐতিহ্যবাহী মিষ্টি পানের সুনাম রয়েছে দেশের নানা প্রান্তে। দেশের মিষ্টি পানের দুই তৃতীয়াংশই উৎপাদিত হয় মহেশখালীতে। উপজেলার নয়টি ইউনিয়নের প্রায় ১৫শ’ একর জায়গায় মিষ্টি পানের চাষ হয়। চলতি বছরে এ অঞ্চলে মিষ্টিপানের বাম্পার ফলন ও বাজারে ন্যায্যমূল্য পাওয়ায় পান চাষিদের মুখে হাসি ফুটেছে। এ অবস্থায় নতুন করে পান চাষে উৎসাহিতও হচ্ছেন অনেকেই। পান চাষের অর্থনেতিক সাফল্য দেখে চার্ষীদের উৎসাহিত করছে কৃষি বিভাগ। এ অঞ্চলের মিষ্টিপানের চাহিদা রয়েছে দেশের বাইরেও। সহায়তা ও পৃষ্টপোষকতা পেলে এ খাতে ভাল রপ্তানী আয় আসতে পারে বলে মনে করছেন মহেশখালীর পান চাষীরা।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি