ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪

চাহিদা কম থাকায় কমেছে ইলিশের দাম, সবজির দাম নিয়ে ক্রেতা- বিক্রেতাদের মিশ্র প্রতিক্রিয়া

প্রকাশিত : ১২:৪৩, ১৫ এপ্রিল ২০১৬ | আপডেট: ১২:৪৩, ১৫ এপ্রিল ২০১৬

পহেলা বৈশাখে এবার ইলিশের চাহিদা কম থাকায় ব্যাপকহারে কমেছে দাম। শুক্রবার ৫০০ টাকায় বিক্রি হচ্ছে ৭০০ থেকে ৮০০ গ্রাম ওজনের ইলিশ। এছাড়া, অন্য মাছের দামও রয়েছে সাধারণ মানুষের হাতের নাগালে। এদিকে, বেড়েছে পেঁয়াজের ঝাঁজ। লবণের দাম কেজিতে বেড়েছে ৫ টাকা। আর সবজির দাম নিয়ে মিশ্র প্রতিক্রিয়া রয়েছে ক্রেতা- বিক্রেতাদের। বাংলা বছরের প্রথম দিন জাতীয় মাছ ইলিশ ভোজনরসিক মানুষের খাবারের অন্যতম অনুষঙ্গ। কিন্তু, এবার ছিলো ব্যতিক্রম। প্রজনন মৌসুম হওয়ায় এই সময়ে প্রধানমন্ত্রীর ইলিশ মাছ না খাওয়ার আহ্বানে সাড়া দেয় দেশবাসী। উল্লেখযোগ্য হারে কমে যায় বিক্রি। আর তাই পহেলা বৈশাখের পরের দিনই কমেছে দাম। অন্য মাছের দামও হাতের নাগালেই রয়েছে সাধারণ মানুষের। এদিকে, পেঁয়াজের দাম গেল সপ্তাহের তুলনায় ৩ থেকে ৫ টাকা বেড়ে প্রতি কেজি বিক্রি হচ্ছে ৪০ টাকায়। এ’জন্য মজুতদারদের দায়ি করছেন খুচরা বিক্রেতারা। সবজির দাম নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে ক্রেতা- বিক্রেতাদের। গেল সপ্তাহের তুলনায় লবণের দাম বেড়েছে কেজিতে ৫ টাকা। আগের সপ্তাহের বাড়তি দামেই বিক্রি হচ্ছে তেল- চিনি। গরু, খাশি আর মুরগির মাংসের দাম স্থিতিশীল রয়েছে।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি