ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

ইংল্যান্ডের ফুটবলার লেননের জন্মদিন আজ

প্রকাশিত : ১৫:৫১, ১৬ এপ্রিল ২০১৬ | আপডেট: ১৫:৫১, ১৬ এপ্রিল ২০১৬

আরুন জাস্টিন লেনন ইংল্যান্ডের পেশাদার ফুটবলার। বর্তমানে এভারটন ক্লাবের হয়ে খেলছেন এই ইংলিশ উইঙ্গার। ১৯৮৭ সালে আজকের এই দিনে ইংল্যান্ডের লিডস শহরে জন্মগ্রহন করেন তিনি। আরুন জাস্টিন লেননের জন্ম দিনে তাঁর ক্যারিয়ারের উল্লেখযোগ্য কিছু দিক। আরুন জাস্টিন লেনন। সবার কাছে লেনন নামেই বেশি পরিচিত এই ইংলিশ ফুটবল তারকা।  ছোট থেকেই ফুবলের প্রতি বেশ আগ্রহ ছিলো তাঁর। আর স্কুল জীবনেই নিয়মিত ফুটবল খেলা শুরু করেন তিনি। পরবর্তীতে স্থানীয় ক্লাব লিডস ইউনাইটেডে ক্লাবের হয়ে শুরু করেন ফুটবল ক্যারিয়ার। এই ক্লাবের জার্সিতে খেলেন ২০০১ থেকে ২০০৩ সাল পর্যন্ত। ২০০৩ সালে লিডস ইউনাইটেডের হয়ে মাঠে নামেন বয়সভিত্তিক ক্যারিয়ারে। এই ক্লাবে দুই মৌসুম খেলে চলে যান টটেনহাম হোটসপারে। ২০০৫ থেকে ২০১৫ সাল পর্যন্ত খেলেন এই ক্লাবের জার্সিতে। আর এই ক্লাবের হয়ে খেলেন ক্যারিয়ারের সবচেয়ে বেশি ম্যাচ। ১০ মৌসুমে মাঠে নামেন ২৬৬টি ম্যাচে। টটেনহামের হয়ে মাঝে ধারে খেলেন এভারটন ক্লাবে। আর এই ক্লাবে ধারে খেলতে এসে নতুন করে চুক্তিভদ্ধ হন এভারটনে। ২০১৫ সাল থেকে খেলে যাচ্ছেন এই ক্লাবের জার্সিতে। লেননের খেলা শুরু ক্লাব পর্যায়েই সীমাবদ্ধ ছিলো খেলেছেন জাতীয় পর্যায়েও। খেলেন ইংল্যান্ড অনুর্ধ্ব- ১৭, ১৯ ও ২১ দলে। ২০০৬ সালে খেলেন ইংল্যান্ড বি দলে। আর ২০০৬ সাল থেকে খেলে যাচ্ছেন ইংল্যান্ডের জাতীয় দলে।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি