ঢাকা, শুক্রবার   ১৫ নভেম্বর ২০২৪

ইকুয়েডরে ৭.৮ মাত্রার ভূমিকম্প, পেরুরতে সুনামি সতর্কতা, জাপানে ভূমিকম্পে নিহত ৪০

প্রকাশিত : ১১:৪১, ১৭ এপ্রিল ২০১৬ | আপডেট: ১৫:৪৫, ১৭ এপ্রিল ২০১৬

এবার ৭ দশমিক ৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপলো দক্ষিণ আমেরিকার দেশ ইকুয়েডর। এখন পর্যন্ত ৪১ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আহত হয়েছেন শতাধিক মানুষ। জারি করা হয়েছে জরুরী অবস্থা। পাশ্ববর্তী দেশ পেরুর উত্তর উপকূলে জারি করা হয়েছে সুনামি সতর্কতা। এদিকে, দুদফা শক্তিশালী ভূমিকম্পে জাপানে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪০ জনে। বৃষ্টিতে ভূমিধসের আশংকায় ২লাখ ৪০হাজার মানুষকে নিরাপদ স্থানে সরে যেতে বলা হয়েছে। শক্তিশালী ভূমিকম্পে লণ্ডভণ্ড দক্ষিণ আমেরিকার দেশ ইকুয়েডর। স্থানীয় সময় শনিবার সন্ধ্যা ৭ টার দিকে অনুভূত ভূমিকম্পটির উৎপত্তিস্থল উত্তর পশ্চিমাঞ্চলের উপকূলীয় শহর মিউইসেন। আতংকে রাস্তায় নেমে আসে মানুষজন। ক্ষতিগ্রস্ত হয় অনেক ভবন। ভেঙ্গে পড়ে একটি উড়ালসড়ক। আশংকা করা হচ্ছে, হতাহতের সংখ্যা আরো বাড়ার। দেশবাসীকে শান্ত থেকে পরিস্থিতি মোকাবেলা করার আহ্বান জানিয়েছেন ভাইস প্রেসিডেন্ট জর্জ গ্লাস। এদিকে প্রচণ্ড শীত আর ঝড়ো হাওয়ায় ব্যাহত হচ্ছে জাপানে ভূমিকম্পে আক্রান্তদের  উদ্ধার অভিযান। বৃষ্টির কারনে দেখা দিয়েছে ভূমিধস আতংক। এমন অবস্থায় প্রায় আড়াই লাখ মানুষকে নিরাপদ স্থানে থাকতে বলা হয়েছে। উদ্ধার অভিযানে মার্কিন সেনাবাহিনীর সহায়তায় ধন্যবাদ জানিয়েছেন জাপানের প্রধানমন্ত্রী।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি