ঢাকা, বৃহস্পতিবার   ১০ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

লক্ষ্মীপুরে যুবলীগ নেতার বিরুদ্ধে স্কুল ছাত্রী ধর্ষণের অভিযোগ

প্রকাশিত : ১২:৪০, ১৭ এপ্রিল ২০১৬ | আপডেট: ১২:৪০, ১৭ এপ্রিল ২০১৬

Ekushey Television Ltd.

লক্ষ্মীপুরে স্থানীয় যুবলীগ নেতা জামালের বিরুদ্ধে নবম শ্রেনীর এক স্কুল ছাত্রীকে বাসায় ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে। ঘটনার পর থেকেই পলাতক রয়েছে অভিযুক্ত জামাল। এদিকে নির্যাতিত ওই স্কুল ছাত্রীকে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল সন্ধ্যা ৭ টার দিকে খাতা, কলম কিনতে বাড়ি থেকে বের হয় ওই স্কুলছাত্রী। বাড়ি ফেরার পথে তার দুরসম্পর্কের চাচাতো ভাই স্থানীয় যুবলীগ নেতা জামাল তাকে কৌশলে একটি বাসায় ডেকে তার ওপর নির্যাতন চালায়। পরে বিষয়টি কাউকে না জানাতে হুমকি দেয়া হয় তাকে। পরে বিষয়টি জানাজানি হলে পালিয়ে যায় জামাল। খবর পেয়ে পুলিশ কিশোরীকে উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করে। নির্যাতিত কিশোরীকে প্রাথমিক চিকিৎসা দেয়া হচ্ছে বলে জানান হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক। অভিযুক্ত জামাল প্রভাবশালী হওয়ায় নিরাপত্তাহীনতায় ভূগছে কিশোরীর পরিবার।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি