ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

ভূমিকম্পে চট্টগ্রামে হেলে পড়া ৯টি ভবনের বিষয়ে ৫ সদস্যের কমিটি গঠন

প্রকাশিত : ১২:৪৫, ১৯ এপ্রিল ২০১৬ | আপডেট: ১২:৪৫, ১৯ এপ্রিল ২০১৬

ভূমিকম্পে চট্টগ্রামে হেলে পড়া ৯টি ভবনের বিষয়ে করণীয় নির্ধারণ করতে কাজ শুরু করেছে পাঁচ সদস্যের বিশেষজ্ঞ কমিটি। আগামী দু’একদিনের মধ্যে এ বিষয়ে চূড়ান্ত রিপোর্ট দেয়া হবে। এদিকে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এক গবেষণায় দেখা গেছে, চট্টগ্রাম মহানগরীর ১ লাখ ৮২ হাজার ভবনের মধ্যে ১ লাখ ৪২ হাজার ভবনই রয়েছে ভূমিকম্প ঝুঁকিতে। ভৌগলিক অবস্থান, ভ’ তাত্তিক বৈশিষ্ট্য ও চারটি ফল্ট লাইনের কারণে দেশের সবচেয়ে বেশি ভ’মিকম্পপ্রবণ এলাকা চট্টগ্রাম। গত ১৩ এপ্রিল রাজধানীসহ সারাদেশে শক্তিশালী ভ’ কম্পনে চট্টগ্রামে ৯টি ভবন হেলে পড়ে।  দীর্ঘদিন ধরে বিশেষজ্ঞরা নগরীর বিভিন্ন ভবনের ঝুঁকি দূর করার পাশাপাশি সক্ষমতা বৃদ্ধির কথা বললেও, সিডিএ’র পক্ষ থেকে কার্যকরী কোনো উদ্যোগ লক্ষ্য করা যায়নি। অবশেষে নগরীতে ঝুঁকিপূর্ণ ভবন শনাক্ত করে পরিত্যক্ত ঘোষণা ও কম ঝুঁকিপূর্ণ ভবনের সক্ষমতা বাড়ানোর কথা জানিয়েছেন সিডিএ কর্মকর্তারা। এদিকে চুয়েটের সাবেক উপাচার্য ও ভ’মিকম্প বিষয়ক বিশেষজ্ঞ ড. জাহাঙ্গীর আলমকে প্রধান করে গঠিত পাঁচ সদস্যের কমিটি সোমবার বিকেলে নগরীর হেলে পড়া ভবন পরিদর্শন শুরু করে। চুয়েট পরিচালিত এক গবেষণাপত্র অনুযায়ী, চট্টগ্রাম মহানগরীর বেশীরভাগ  ভবনই রয়েছে ভ’মিকম্প ঝুঁকিতে। হেলে পড়া ভবন কিংবা পাশের ভবনে কাঠামোগত পরিবর্তনের মাধ্যমে ভূমিকম্প সহনীয় বা বসবাস উপযোগী করার সুযোগ না থাকলে শিগগির ওইসব ভবন ভেঙে ফেলার সুপারিশ করবে ওই কমিটি।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি