ঢাকা, শুক্রবার   ১৫ নভেম্বর ২০২৪

নাজিম উদ্দিন সামাদ হত্যা মামলার তদন্ত চলছে: অতিরিক্ত পুলিশ কমিশনার

প্রকাশিত : ০৯:৩৩, ২০ এপ্রিল ২০১৬ | আপডেট: ০৯:৩৫, ২০ এপ্রিল ২০১৬

জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের ৭ সদস্যকে টার্গেট করে চলছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র, অনলাইন অ্যাক্টিভিস্ট নাজিম উদ্দিন সামাদ হত্যা মামলার তদন্ত; ঢাকার অতিরিক্ত পুলিশ কমিশনার মনিরুল ইসলাম এ তথ্য জানিয়েছেন। এদিকে, দু’সপ্তাহেও হত্যাকারীরা গ্রেপ্তার না হওয়ায় ক্ষোভ জানিয়েছেন নাজিমের বন্ধুরা। মুক্তবুদ্ধি চর্চা আর যুদ্ধাপরাধীদের সর্বোচ্চ সাজার দাবিতে সরব ছিলেন বলেই খুন হন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র নাজিম উদ্দিন সামাদ। আর খুনিরা গ্রেপ্তার না হওয়ায় প্রগতিশীল ছাত্রকর্মীদের ভয় বাড়ছে। নাজিমকে মৃত্যু নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমেও চলছে নানা বিরুপ প্রচারণা। এ নিয়ে ক্ষুদ্ধ নাজিমের বন্ধুরা। নাজিম হত্যা মামলার তদন্তে অগ্রগতি না থাকায় হতাশ তারা। তবে, ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার বলছেন, এ হত্যাকান্ডের সম্ভাব্য খুনি ও পরিকল্পনাকারীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। গত ৬ এপ্রিল পুরান ঢাকার লক্ষীবাজারে চাপাতি দিয়ে কুপিয়ে ও গুলি করে হত্যা করা হয় নাজিম উদ্দিন সামাদকে।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি