ঢাকা, রবিবার   ২২ ডিসেম্বর ২০২৪

রাজধানীজুড়ে দেশীয় মৌসুমী ফলের সমারোহ

প্রকাশিত : ০৯:৩৪, ২০ এপ্রিল ২০১৬ | আপডেট: ০৯:৩৪, ২০ এপ্রিল ২০১৬

রাজধানীজুড়ে দেশীয় মৌসুমী ফলের সমারোহ। তরমুজ, আনারস, বাংগি, বেল, পেয়ারাসহ দেশীয় ফলে জমে উঠেছে ঢাকার ফলের দোকান ও আড়ৎগুলোতে। দাম সহনীয়, বেচাবিক্রিও ভাল। তীব্র গরমে এসব ফলের তৈরি জুস ও শরবতের চাহিদাও ব্যাপক। আর বিদেশি জাতের দামি ফলমুলের চেয়ে, দেশীয় ফলে বেশি পুষ্টি বলে জানান বিশেষজ্ঞরা। গ্রীষ্মের রসালো ফলে ভরপুর ফলের বাজার। মৌসুমী ফলের ঘ্রাণ ছড়িয়ে পড়েছে। দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে আসা হরেকরকম ফলে সেজেছে দোকানগুলো। কাচা-পাকা আম, তরমুজ, আনারস, বাংগি, পেয়ারাসহ মৌসুমি এসব ফলের দোকানে ক্রেতারা ভিড় করছেন। দাম হাতের নাগালে, তাই ক্রেতাও স্বস্তিতেই কিনছেন নানান জাতের ফল। দেশীয় ফলের রয়েছে ব্যাপক চাহিদার কথা উল্লেখ করে দোকানিরা জানালেন, বেচাবিক্রিও বেশ ভাল। তীব্র গরমে রাস্তার পাশে ফুটপাতে মৌসুমী ফল দিয়ে তৈরী শরবত ও জুস দোকানেও উপচে পড়া ভিড়। তবে, এসব প্রশ্ন রয়েছে, এসব শরবতের পুষ্টিগুণ ও স্বাস্থ্য-নিরাপত্তা নিয়ে। আর, শুধুমাত্র বিদেশী ফলে নয়; দেশীয় মৌসুমী ফল খেয়েও অধিক পুষ্টি পাওয়া সম্ভব বলে জানান, পুষ্টি বিজ্ঞানী, অধ্যাপক নাজমা শাহীন । এ সময় সাধারণ মানুষের স্বাস্থ্য সুরক্ষায় ফলফলাদিতে ফরমালিন না দেয়ারও আহ্বান জানান, এই পুষ্টিবিদ।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি