ঢাকা, শনিবার   ২৩ নভেম্বর ২০২৪

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থীতা বাছাইয়ের লড়াইয়ে আরো এগিয়ে হিলারি ও ট্রাম্প

প্রকাশিত : ১০:১৬, ২০ এপ্রিল ২০১৬ | আপডেট: ১৫:২৬, ২০ এপ্রিল ২০১৬

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থীতা বাছাইয়ের লড়াইয়ে অবস্থান আরো শক্ত করলেন ডেমোক্রেটিক পার্টির হিলারি ক্লিনটন ও রিপাবলিকান পার্টির ডোনাল্ড ট্রাম্প। নিউইয়র্কের প্রাইমারিতে জয়ের মধ্য দিয়ে চূড়ান্ত মনোনয়নের দৌড়ে আরেক ধাপ এগিয়ে গেলেন তারা। ডেলিগেটের সমর্থনেও এগিয়ে আছেন তারা। নির্বাচন পূর্ববর্তী জরিপেই আভাস ছিলো গুরুত্বপূর্ণ এই রাজ্যে জয় পাবেন হিলারি-ট্রাম্প। হয়েছেও তা-ই। নিউইয়র্কের এ জয় দুই প্রার্থীকেই মনোনয়নের দৌঁড়ে এগিয়ে দিলো। ডেমোক্রেট দল থেকে সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারি পেয়েছেন ৫৭ দশমিক ৯ শতাংশ ভোট। অপরদিকে তার নিকটতম প্রতীদ্বন্দ্বী বার্নি স্যান্ডার্স পেয়েছেন ৪২ দশমিক ১ শতাংশ ভোট। দলীয় মনোনয়ন পেতে মনোনয়ন প্রত্যাশীকে দুই হাজার ৩৮৩ ডেলিগেট বা প্রতিনিধির সমর্থন পেতে হবে। এক্ষেত্রে হিলারির সমর্থন রয়েছে এক হাজার ৮৯৩ ডেলিগেটের। প্রার্থী হতে তার প্রয়োজন আরো ৪৯০ ডেলিগেটের সমর্থন। আর নিকটতম প্রতীদ্বন্দ্বী বার্নি স্যান্ডার্সের প্রয়োজন এক হাজার ২০৩ ডেলিগেটের সমর্থন। অন্যদিকে রিপাবলিকান দল থেকে টেড ক্রুজ ও জন কেসিস থেকে এগিয়ে আছেন বিতর্কিত প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। এ রাজ্যে ৬০ দশমিক ৫ শতাংশ ভোট পেয়েছেন তিনি। কাছের প্রতিদ্বন্দ্বী ক্রুজ পেয়েছেন মাত্র ২৫ শতাংশ ভোট। রিপাবলিকান শিবিরে, ৮৪৫ ডেলিগেটের সমর্থন রয়েছে ট্রাম্পের। প্রার্থী হয়ে তার প্রয়োজন আরো ৩৯২ ডেলিগেটের সমর্থন। যেখানে ক্রুজের দরকার আরো ৬৭৮ ডেলিগেটের সমর্থন।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি