ঢাকা, শনিবার   ২৩ নভেম্বর ২০২৪

সর্বজনীন করার পাশাপাশি উচ্চশিক্ষা নিশ্চিত করতে বিত্তবানদের এগিয়ে আসতে প্রথানমন্ত্রীর আহবান

প্রকাশিত : ১৫:০৮, ২০ এপ্রিল ২০১৬ | আপডেট: ১৫:০৮, ২০ এপ্রিল ২০১৬

শিক্ষাকে সর্বজনীন করার পাশাপাশি উচ্চশিক্ষা নিশ্চিত করতে বিত্তবানদের এগিয়ে আসার আহবান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার সকালে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের উপদেষ্টা পরিষদের সভায় তিনি বলেন, শিক্ষিত জাতি গড়ে তুলতে সফলভাবে কাজ করে যাচ্ছে সরকার। দরিদ্র, মেধাবী শিক্ষার্থীসহ সবার জন্য শিক্ষা নিশ্চিত করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্যোগে গঠিত প্রধানমন্ত্রীর শিক্ষা ট্রাস্ট এর উপদেষ্টা পরিষদের তৃতীয় সভার আয়োজন করা প্রধানমন্ত্রীর কার্যালয়ে। এতে শিক্ষার উন্নয়নে সরকারের ভূমিকা তুলে ধরেন শেখ হাসিনা। তিনি বলেন, মানুষের মাঝে শিক্ষিত হবার প্রবণতা তৈরি করা গেছে। তাই সর্বজনীন শিক্ষা ব্যবস্থা নিশ্চিত করতে যথাযথ পদক্ষেপ নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন প্রধানমন্ত্রী। মেধাবীদের জন্য উচ্চশিক্ষা নিশ্চিত করতে শিক্ষা সহায়তা বাড়ানোর আহবান জানান তিনি। শিক্ষিত জাতি গড়ে তুলতে সরকারের সব ধরণের প্রচেষ্টা অব্যাহত থাকবে বলেও জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি