ঢাকা, শুক্রবার   ০৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

রাজধানীতে টাকা ভাগাভাগিকে কেন্দ্র করে মুয়াজ্জিন হত্যা, আটক ৪

প্রকাশিত : ১৫:১২, ২০ এপ্রিল ২০১৬ | আপডেট: ১৫:১২, ২০ এপ্রিল ২০১৬

Ekushey Television Ltd.

মসজিদ এবং মার্কেটের টাকা ভাগাভাগিকে কেন্দ্র করে রাজধানীর কোতয়ালী থানার ঝব্বু খানম জামে মসজিদের মুয়াজ্জিন বিল্লাল হোসেনকে হত্যা করা হয় বলে জানিয়েছে পুলিশ। ডিএমপি’র মিডিয়া সেন্টারে লালবাগ জোনের যুগ্ম কমিশনার মফিজ উদ্দিন আহম্মেদ বলেন, এই হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে মসজিদটির খাদেমসহ চারজনকে গ্রেফতার করা হয়েছে। তাদের সাত দিনের রিমান্ড আবেদন করা হবে বলে জানান এই পুলিশ কর্মকর্তা। গেল ৪ঠা এপ্রিল পুরান ঢাকার ঝব্বু খানম জামে মসজিদের ভেতরের সিঁড়িতে খুন হন মুয়াজ্জিন বিল্লাল হোসেন। হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে মসজিদের খাদেম হাবিব, মোশাররফ, তফাজ্জল ও সারোয়ার নামের চারজনকে আটক করে পুলিশ। তাদের মধ্যে সারোয়ার কয়েকদিন ধরেই রয়েছে পুলিশ হেফাজতে। আরেক আসামী এখনও পলাতক। ২৮ বছর ধরে বিল্লাল মসজিদের মুয়াজ্জিন হিসেবে কর্মরত ছিলেন। আর কমিটি না থাকায়, মসজিদ মার্কেটের ভাড়ার টাকা বিল্লাল একক ক্ষমতায় ব্যবহার করায় এই হত্যাকান্ড ঘটে বলে জানায় পুলিশ। গ্রেফতারকৃতরা হেফাজতে ইসলামের সঙ্গে জড়িত। এই হত্যাকাণ্ডে আর কোন কারণ আছে কি-না, তাও খতিয়ে দেখছে পুলিশ।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি