ঢাকা, শুক্রবার   ২৭ ডিসেম্বর ২০২৪

বার্সেলোনা, রিয়াল মাদ্রিদ ও অ্যাটলেটিকো মাদ্রিদসহ আরো কয়েকটি দল খেলবে আজ

প্রকাশিত : ১৫:১৩, ২০ এপ্রিল ২০১৬ | আপডেট: ১৫:১৩, ২০ এপ্রিল ২০১৬

Barcaস্প্যানিশ ফুটবল লিগ লা লিগায় আজ খেলবে বার্সেলোনা, রিয়াল মাদ্রিদ ও অ্যাটলেটিকো মাদ্রিদসহ আরো কয়েকটি দল। বাংলাদেশ সময় রাত ১২টায় অপেক্ষাকৃত দুর্বল প্রতিপক্ষ দেপোর্তিভোর সাথে লড়বে বার্সেলোনা। ২০০৩ সালের পর এবার প্রথম টানা তিন লিগ ম্যাচে হারের বৃত্তে ছন্দহারা কাতালানরা। মৌসুমের প্রথমে বার্সার মাঠে ২-২ গোলে ড্র করেছে দেপোর্তিভো। শিরোপা ধরে রাখতে ও জয়ের ধারায় ফিরতে এই ম্যাচে মরিয়া হয়ে আছে লুইস এনরিখের শিষ্যরা। এগিকে, অ্যাটলেটিকো মাদ্রিদ ও অ্যাথলেটিক বিলবাওয়ের খেলাটি হবে রাত ১টায়। আর রাত ২টায় রিয়াল মাদ্রিদ খেলবে ভিয়ারিয়ালের সঙ্গে। লিগে টানা সাত ম্যাচ জিতে শিরোপা জয়ের ব্যাপারেও আশাবাদী রিয়ালের কোচ জিনেদিন জিদান।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি