ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

প্রাণনাশের হুমকি দিচ্ছে স্বাধীনতা বিরোধীরা অভিযোগ পিরোজপুরের মুক্তিযোদ্ধার

প্রকাশিত : ১৯:২০, ২০ এপ্রিল ২০১৬ | আপডেট: ১৯:২০, ২০ এপ্রিল ২০১৬

স্বাধীনতা বিরোধীরা প্রাণনাশের হুমকি দিচ্ছে বলে অভিযোগ করেছেন পিরোজপুরের মুক্তিযোদ্ধা ইয়াসিন আলী। বুধবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলনে তিনি এই অভিযোগ করেন। জমি নিয়ে বিরোধের জেরে কথা কাটাকাটি হলে দুর্বৃত্তরা তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করে। এছাড়া, তার নামে চাঁদাবাজির মামলা করা হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়ে শোনান মঠবাড়িয়া উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের ডেপুটি কমান্ডার গোলাম রহমান কামাল।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি