ভারত থেকে বিদুৎ আনা হবেঃ বিদুৎ প্রতিমন্ত্রী
প্রকাশিত : ১৭:৫৭, ২১ এপ্রিল ২০১৬ | আপডেট: ১৭:৫৭, ২১ এপ্রিল ২০১৬
আগামী ২ বছরে ভারত থেকে ২ হাজার মেগাওয়াট বিদুৎ আনা হবে বলে জানালেন বিদুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু।
দক্ষিন এশিয়ার দেশগুলোর মধ্যে বিদুৎ আদান প্রদান সংক্রান্ত এক কর্মশালা উদ্ধোধনের সময় একথা বলেন তিনি। বিদুৎ প্রতিমন্ত্রী বলেন, বিদুৎ উৎপাদন সরকারের জন্য একটি বড় চ্যালেঞ্জ,কারন গত ২বছরে গ্যাসের মজুদ অনেক কমে গেছে। বিদুতের উপর চাপ কমাতে গ্রাম পর্যায়ের মানুষদের মাঝে সোলার বিদুৎ ব্যবহারে উৎসাহিত করার উদ্যোগ নেয়া হয়েছে বলেও জানান বিদুৎ প্রতিমন্ত্রী। এই ওয়ার্কশপের মাধ্যেমে পওয়ার সেক্টরে আরও কিভাবে উন্নয়ন করা যায় সেব্যাপারে ধারনা পাওয়া যাবে বলেও জানান তিনি।
আরও পড়ুন