মেহেরপুরে কমে এসেছে মাদকের প্রভাব
প্রকাশিত : ১৩:০২, ৫ ফেব্রুয়ারি ২০১৬ | আপডেট: ১৭:১৫, ৫ ফেব্রুয়ারি ২০১৬
সীমান্তবর্তী জেলা মেহেরপুরে অনেকটাই কমে এসেছে মাদকের প্রভাব। সেই সঙ্গে কমেছে মাদকের রমরমা ব্যবসাও। স্থানীয় প্রশাসনের কঠোর অবস্থানের কারণে এমনটি সম্ভব হয়েছে বলে জানিয়েছেন এলাকাবাসী। তবে এজন্যে স্থানীয় সচেতন মহলের সহযোগিতার কথা জানালেন জেলার পুলিশ সুপার।
সীমান্তবর্তী জেলা মেহেরপুরের প্রায় ৮৯ কিলোমিটার এলাকা ভারতীয় সীমান্ত। এর ফলে খুব সহজেই প্রতিবেশী দেশটি থেকে চোরাপথে এ অঞ্চলে আসে ফেন্সিডিল, হেরোইন, গাঁজাসহ বিভিন্ন ধরণের মাদক। প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে একসময় পৌছে যায় সাধারণ মানুষের হাতে।
যার কারণে জেলায় মাদক গ্রহণের পাশাপাশি একসময় বাড়তে থাকে অপরাধ প্রবনতাও। আর তাই জেলার আইনশৃঙ্খলা রক্ষা করতে মাদক নিয়ন্ত্রণে মাঠে নামে স্থানীয় সচেতন মহল, জনপ্রতিনিধি আর প্রশাসন।
সকলের প্রচেষ্টায় মাদকের ভয়াল থাবা থেকে এরই মধ্যে মুক্তি মিলেছে মাদকাসক্ত অনেকের।
এদিকে যারা মাদক না গ্রহনের অঙ্গীকার করছে তাদের সব ধরনের আইনী সহায়তা দেয়ার আশ্বাস দিয়েছে স্থানীয় প্রশাসন।
মাদকের সহজলভ্যতা বন্ধের পাশাপাশি, মাঠ পর্যায়ে মাদকসেবীদের পূর্ণবাসনের দাবি জানিয়েছেন এলাকাবাসী।
আরও পড়ুন