ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

সিরাজগঞ্জে কিশোরীকে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণের অভিযোগ

প্রকাশিত : ১৮:২১, ২১ এপ্রিল ২০১৬ | আপডেট: ১৮:২১, ২১ এপ্রিল ২০১৬

সিরাজগঞ্জে বিয়ের প্রলোভন দেখিয়ে এক কিশোরীকে ধর্ষণের অভিযোগ উঠেছে তার কথিত প্রেমিক ও সহযোগীদের বিরুদ্ধে। গুরুতর অসুস্থ এই কিশোরীকে সিরাজগঞ্জ জেনারেল হাসাপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয়রা জানায়, সদর উপজেলার ভাটপিয়ারী পাঁচঠাকুরী গ্রামের এই কিশোরীর সাথে পাশের গ্রাম পারপাচিলের রাসেল প্রেমের সম্পর্ক গড়ে তোলে। বুধবার বিকেলে রাসেল তাকে বিয়ের প্রলোভন দেখিয়ে বাড়ি থেকে বের করে নিয়ে যায়। পরে কৌশলে যমুনা নদীর ভাটপিয়ারী চরে নিয়ে রাসেল তার ৫ সহযোগী রাতভর ধর্ষণ করে। সকালে এলাকাবাসীর সহায়তায় অসুস্থ মেয়েটিকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। এ ব্যাপারে সদর থানায় মামলা হয়েছে।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি