সিরিয়ায় নতুন করে ৪০ হাজারের বেশি মানুষ শরণার্থী হয়েছে
প্রকাশিত : ১২:৩৬, ৫ ফেব্রুয়ারি ২০১৬ | আপডেট: ১২:৩৬, ৫ ফেব্রুয়ারি ২০১৬
সিরিয়ার আলেপ্পো শহরের কাছে চলমান যুদ্ধে নতুন করে ৪০ হাজারের বেশি মানুষ শরণার্থী হয়েছে, যারা এখন তুরস্কে প্রবেশের অপেক্ষায় রয়েছে। এমন তথ্য দিয়েছে বিভিন্ন পর্যবেক্ষক সংস্থা।
লন্ডনে বিশ্ব নেতারা সিরিয়ান শরণার্থীদের সহায়তায় এক হাজার কোটি মার্কিন ডলার দেয়ার ঘোষণার সময় এই তথ্য দেয় পর্যবেক্ষক সংস্থাগুলো। যদিও তুরস্কের প্রধানমন্ত্রী আহমেত দাভুতোগলু দাবি করেছেন, আলেপ্পো ছেড়ে পালানোর সংখ্যা ৭০ হাজারের বেশি। এর জন্য রাশিয়া এবং সিরিয়ার প্রেসিডেন্টকে যুদ্ধাপরাধী হিসেবে উল্লেখ করেন তিনি। এদিকে, সিরিয়ায় আইএস বিরোধী অভিযানে এবার স্থলবাহিনী পাঠানোর প্রস্তুতি নিতে শুরু করেছে সৌদি সরকার। আগামী মাসে বেলজিয়ামের ব্রাসেলসে বৈঠকে এ’ ব্যাপারে সিদ্ধান্ত নেবে মার্কিন নেতৃত্বাধীন জোট।
আরও পড়ুন