চট্টগ্রামের ডিজিটাল মেলার ২য় দিন আজ
প্রকাশিত : ১৪:৪৫, ২৩ এপ্রিল ২০১৬ | আপডেট: ১৪:৪৫, ২৩ এপ্রিল ২০১৬
তথ্য প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে স্বচ্ছতা, গতিশীলতা ও জবাবদিহিতা বৃদ্ধি এবং জনগণের দোরগোড়ায় সরকারি সেবা পৌঁছে দিতে চট্টগ্রামে শুক্রবার থেকে শুরু হয়েছে তিনদিন ব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলা। শুক্রবার বিকেলে চট্টগ্রাম এম এ আজিজ সংলগ্ন জিমনেসিয়াম হলে এই মেলার উদ্বোধন করেন মন্ত্রী পরিষদ বিভাগের সচিব মোহাম্মদ শফিউল আলম। এসময় অতিথি হিসাবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভিসি প্রফেসর ড. ইফতেখার উদ্দিন চৌধুরী।
চট্টগ্রামের বিভাগীয় কমিশনার মো: রুহুল আমীনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই তিনদিন ব্যাপী এই ডিজিটাল উদ্ভোবানী মেলার উদ্বোধনী অনুষ্ঠানে অনান্যদের মধ্যে উপস্থিত ছিলেন চট্টগ্রামের জেলা প্রশাসক মেজবাহ উদ্দিনসহ প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তারা। এসময় বক্তরা রূপকল্প ২০২১ ও ২০৪১ বাস্তাবয়ন এবং ডিজিটাল বাংলাদেশ বির্নিমাণে সবাইকে এক যোগে কাজ করার আহবান
আরও পড়ুন