মজুরি বাড়ানোর দাবিতে নৌযান শ্রমিকদের ডাকা অনির্দিষ্টকালের ধর্মঘট ১০ই মে পর্যন্ত স্থগিত
প্রকাশিত : ১৬:৩৮, ২৩ এপ্রিল ২০১৬ | আপডেট: ১৬:৩৮, ২৩ এপ্রিল ২০১৬
মজুরি বাড়ানোসহ ১৫ দফা দাবিতে নৌযান শ্রমিকদের ডাকা অনির্দিষ্টকালের ধর্মঘট যাত্রীবাহী লঞ্চের জন্য ১০ই মে পর্যন্ত স্থগিত করা হয়েছে। তবে মালবাহী লঞ্চের জন্য তা বহাল থাকবে বলে জানিয়েছে নৌ-পরিবহন শ্রমিক ইউনিয়ন। তবে ধর্মঘট স্থগিতের বিষয়টি না জানার কারণে যাত্রীর সংখ্যা ছিলো কম। এদিকে সাময়িকভাবে ধর্মঘট প্রত্যাহার করায় সন্তোষ প্রকাশ করেছে যাত্রীরা।
শুক্রবার রাতে নৌ-পরিবহণ শ্রমিকদের ধর্মঘট সাময়িক স্থগিত ঘোষণার পর পর শনিবার সকালে চাঁদপুর, বরিশালসহ বিভিন্ন রুটে ছেড়ে যায় কিছু লঞ্চ। তবে যাত্রীর সংখ্যা ছিলো কম।
শ্রমিক ধর্মঘট স্থগিতের কারণে যাত্রীদের মধ্যে এসেছে স্বস্তি।
ধর্মঘটে প্রতিদিন প্রতিটি লঞ্চে গড়ে ৩০-৪০ হাজার টাকা লোকসান গুনেছেনে বলে জানান লঞ্চ মালিকরা।
এদিকে শ্রমিক ইউনিয়ন জানিয়েছে, এইচএসসি পরীক্ষা, ইউপি নির্বাচন কথা চিন্তা করে শুধু যাত্রীবাহী লঞ্চের জন্য ধর্মঘট ১০ই মে পর্যন্ত স্থগিত করা হলেও, দাবি আদায় না হওয়া পর্যন্ত পণ্যবাহী নৌযান চলাচল বন্ধ থাকবে ।
শ্রম মন্ত্রণালয়ে মজুরির বিষয়ে বৈঠকের পর ধর্মঘটের বিষয়ে সিদ্ধান্ত পূণ:বিবেচনা করা হবে বলে জানান তারা।
আরও পড়ুন