চট্টগ্রামে আজ থেকে শুরু হয়েছে তিনদিনের বৈশাখী মেলা
প্রকাশিত : ১০:৪০, ২৪ এপ্রিল ২০১৬ | আপডেট: ১০:৪০, ২৪ এপ্রিল ২০১৬
ঐতিহ্যবাহী জব্বারের বলী খেলা উপলক্ষে চট্টগ্রামে আজ থেকে শুরু হয়েছে তিনদিনের বৈশাখী মেলা। শতাধিক বছর ধরে চলা এই উৎসবের মূল আকর্ষণ বলী খেলা হবে সোমবার বিকেলে। খেলায় অংশ নিতে এরই মধ্যে বিভিন্ন জেলা থেকে চট্টগ্রামে এসেছেন অনেক বলী বা কুস্তিবিদ।
জব্বাবের বলী খেলা উপলক্ষে ঐতিহাসিক লালদিঘী এলাকায় বসেছে বৈশাখী মেলা। পসরা সাজিয়েছেন দোকানীরা। শিশুদের খেলনা, বিভিন্ন মৃৎশিল্প, মৌসুমী ফল, আসবাবপত্র থেকে শুরু করে পাওয়া যাচ্ছে গৃহস্থালীর প্রয়োজনীয় জিনিসও। মেলায় ভাল বেচাবিক্রির আশা ব্যবসায়ীদের।
ব্রিটিশবিরোধী আন্দোলনে তরুণদের উৎসাহিত করতে চট্টগ্রামের বদরপাতি এলাকার আব্দুল জব্বার সওদাগর ১৯০৩ সালে লালদিঘী মাঠে চালু করেন বলী খেলা। কালক্রমে জব্বারের বলী খেলা সারাদেশে ব্যাপক পরিচিতি লাভ করে। প্রতি বছর বৈশাখের ১২ তারিখ থেকে লালদিঘী ও আশপাশের এলাকায় বসে এই মেলা।
এদিকে, মেলা আর খেলা ঘিরে আইন-শৃঙ্খলা রক্ষায় প্রস্তুতির কথা জানিয়েছে পুলিশ।
এবারও খেলায় শতাধিক বলী অংশ নেবেন বলে আশা করছেন আয়োজকরা।
আরও পড়ুন