ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

সুনামগঞ্জে টানা বর্ষণে ৬টি উপজেলায় বোরো ধানের ব্যাপক ক্ষতি

প্রকাশিত : ০৯:২৭, ২৫ এপ্রিল ২০১৬ | আপডেট: ০৯:২৭, ২৫ এপ্রিল ২০১৬

কয়েকদিনের টানা বর্ষণ, শিলা বৃষ্টি আর পাহাড়ি ঢলে সুনামগঞ্জের ৬টি উপজেলায় বোরো ধানের ব্যাপক ক্ষতি হয়েছে। জলাবদ্ধতায় নষ্ট হচ্ছে কয়েক হাজার হেক্টর জমির ফসল। একই অবস্থা নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার সীমান্ত ঘেঁষা ধর্মপাশা উপজেলার শয়তানখালী হাওর তীরবর্তী গ্রামগুলোতেও। টানা ভারী বর্ষণ, শিলা বৃষ্টি আর পাহাড়ি ঢলে নষ্ট হচ্ছে সুনামগঞ্জের হাওরগুলোর আধাপাকা ধান। শ্রম আর ঘামে ফলানো ফসলের এই হাল দেখে দিশেহারা চাষীরা। সুনামগঞ্জ সদর, ধর্মপাশা, তাহিরপুর, জগন্নাথপুর, বিশ্বম্ভরপুর ও দিরাই উপজেলায় কয়েক হাজার হেক্টর জমির বোরো ধানের ক্ষতি হয়েছে। এরমধ্যে অন্তত ২০ হাজার হেক্টর জমির ফসল তলিয়ে গেছে। পানিতে ডোবা আধাপাকা ধান নিয়ে চিন্তায় পড়েছেন চাষীরা। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্যমতে, এই অঞ্চলে প্রায় ১শ’ কোটির টাকার ফসল নষ্ট হয়ে গেছে। এদিকে, ভারী বর্ষণ আর পাহাড়ী ঢলে নেত্রকোনার চন্দ্রসোনারথাল ফসল রক্ষা বাঁধ ভেঙ্গে তলিয়ে গেছে শত শত হেক্টর জমির বোরো ধান। আগাম বন্যা হওয়ায় ফসলের ক্ষতি হয়েছে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। ফসল রক্ষায় সঠিকভাবে বাঁধ নির্মাণের দাবি জানিয়েছে হাওরবাসী।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি