রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হত্যায় জড়িতদের গ্রেফতার ও বিচার দাবিতে আন্দোলন অব্যাহত
প্রকাশিত : ১১:৪১, ২৫ এপ্রিল ২০১৬ | আপডেট: ১১:৪১, ২৫ এপ্রিল ২০১৬
অধ্যাপক ডক্টর এএফএম রেজাউল করিম সিদ্দিকীকে হত্যায় জড়িতদের গ্রেফতার ও বিচার দাবিতে আন্দোলন অব্যাহত রেখেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা।
তৃতীয় দিনের মতো আজ ক্লাস-পরীক্ষা বর্জন করেছেন তারা। এছারাও মৌন মিছিল, মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশসহ নানা কর্মসূচি পালন করবেন ইংরেজি বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা। এদিকে হত্যাকান্ডের ঘটনায় এক শিবির নেতাকে আটক করেছে পুলিশ। আর বোয়ালিয়া থানায় দায়ের করা মামলা ডিবিতে হস্তান্তর করা হয়েছে। শনিবার সকালে রাজশাহীর শালবাগান এলাকায় নিজ বাসার কাছে অধ্যাপক এএফএম রেজাউল করিম সিদ্দিকীকে কুপিয়ে ও গলা কেটে হত্যা করে দুর্বৃত্তরা।
আরও পড়ুন