ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪

নারায়ণগঞ্জে হেলে পড়া চারতলা ভবন সিলগালা

প্রকাশিত : ১৫:৫২, ২৫ এপ্রিল ২০১৬ | আপডেট: ২০:১২, ২৫ এপ্রিল ২০১৬

নারায়ণগঞ্জের পশ্চিম দেওভোগ পানির ট্যাংক এলাকায় হেলে পড়া একটি চারতলা ভবনকে সিলগালা করে দেয়া হয়েছে। ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক দিনমনি শর্মা জানান, ভবনের সিঁড়িতে বড় ধরণের ফাটল দেখা দেয়। এতে ভবনটি বসবাসের জন্য পুরোপুরি অযোগ্য বলে ঘোষণা করা হয়েছে। ২৪ ঘন্টার মধ্যে বসবাসকারীদের সরে যাওয়ারও নির্দেশ দিয়েছে পুলিশ। হেলে পড়া ভবনটি দীর্ঘদিন ধরে পরিবার কল্যাণ সংস্থার ক্লিনিক হিসেবে ব্যবহৃত হচ্ছিল। গত সপ্তাহে ভূমিকম্পে ভবনের একটি অংশ পাশের পাঁচতলা ভবনের উপর হেলে পড়ে।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি