ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

কুমিল্লার কলেজ ছাত্রী সোহাগী জাহান তনু হত্যার বিচারের প্রতিবাদে সারাদেশে আধাবেলা হরতাল চলছে

প্রকাশিত : ১৪:০৯, ২৫ এপ্রিল ২০১৬ | আপডেট: ১৫:৫৫, ২৫ এপ্রিল ২০১৬

কুমিল্লার কলেজ ছাত্রী সোহাগী জাহান তনু হত্যার বিচার দাবি এবং খুন, ধর্ষণ ও হত্যার প্রতিবাদে সারাদেশে আধাবেলা হরতাল পালন করে বাম ছাত্র সংগঠনগুলো। রাজধানীর শাহবাগে সড়ক অবরোধ করে খন্ড খন্ড মিছিল বের করে নেতাকর্মীরা। সাভার ও বরিশালে পুলিশের সাথে সংঘর্ষে আহত হয়েছে অন্তত ২৫ জন।  দেশের বিভিন্নস্থানে বেশ কয়েকজন শিক্ষার্থীকে আটক করেছে পুলিশ। প্রগতিশীল ছাত্রজোট ও সাম্রাজ্যবাদ বিরোধী ছাত্র ঐক্যের ডাকা হরতাল রাজধানীতে তেমন কোন প্রভাব না ফেললেও শাহবাগে সড়ক অবরোধ করে নেতাকর্মীরা। সকাল থেকেই শিক্ষার্থীরা সড়কে অবস্থান নিয়ে খন্ড খন্ড মিছিল বের করে তারা। আশপাশের এলাকায়ও বিক্ষোভ করে বাম ছাত্রসংগঠনগুলোর নেতাকর্মীরা। তনু হত্যাকারীদের বিচার না হলে, দেশ অচল করে দেয়ার হুমকি দেন ছাত্রনেতারা। এসময় সারাদেশ থেকে আটক নেতাকর্মীদের ছেড়ে দেয়ার আহ্বান জানান তারা। শাহবাগে অবরোধের কারণে আশপাশের এলাকায় যান চলাচল বন্ধ হয়ে গেলে অন্যান্য সড়কে যানজটে দুর্ভোগে পড়েন সাধারণ মানুষ। এদিকে সকাল ছয়টার দিকে জাহাঙ্গীরনগর বিশ^বিদ্যালয়ের প্রান্তিক গেট সংলগ্ন ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে শিক্ষার্থীরা। এতে উভয় পাশের সড়ক বন্ধ হয়ে যায়। অবরোধ তুলে নেয়ার কথা বললে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রক্টর তপন কুমার সাহার সাথে শিক্ষার্থীদের বাকবিতন্ডা হয়। এক পর্যায়ে পুলিশের সাথে শিক্ষার্থীদের সংঘর্ষ বাধে। এতে পুলিশসহ ২০জন আহত হয়। আটক করা হয় ১১জনকে। পরে পুলিশি হামলার প্রতিবাদ ও প্রক্টরের পদত্যাগের দাবিতে প্রশাসনিক ভবন অবরোধ করে শিক্ষার্থীরা। বরিশালে অশ্বিনী কুমার হলের সামনে সদর রোড অবরোধ করলে পুলিশ শিক্ষার্থীদের লাঠিচার্জ করে ছত্রভঙ্গ করে দেয়। এতে আহত হয় ৫ জন। এছাড়া নারায়ণগঞ্জ, গাজীপুর, রংপুর, সিরাজগঞ্জ, জয়পুরহাট, চট্টগ্রামসহ বিভিন্নস্থানে হরতালের সমর্থনে মিছিল করে শিক্ষার্থীরা।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি