ঢাকা, মঙ্গলবার   ০৫ নভেম্বর ২০২৪

পোশাক শ্রমিকদের যথাযথ মূল্যায়ন নিশ্চিত করতে পারলে অগ্রগতি আরো দৃশ্যমান হবে

প্রকাশিত : ১৫:১৯, ২৫ এপ্রিল ২০১৬ | আপডেট: ১৮:২১, ২৫ এপ্রিল ২০১৬

পোশাক শ্রমিকদের নিরাপত্তা, যোগ্য পারিশ্রমিক এবং যথাযথ মূল্যায়ন নিশ্চিত করতে পারলে তৈরি পোশাক খাতের অগ্রগিত আরো দৃশ্যমান হবে জানালেন, টেক্সটাইল গার্মেন্টস ওয়ার্কাস ফেডারেশনের সভাপতি আবুল হোসাইন । সোমবার সকালে রাজধানীর রির্পোর্টাস ইউনিটিতে তৈরী “পোশাক শিল্পে শ্রমিক অধিকার: কার কতটুকু দায়” শিরোনামের সেমিনারে এই কথা বলেন তিনি । এসময় উপস্থিত ছিলেন এশিয়ান মনিটরিং হংকং এর কর্মকর্তাসহ পোশাক মালিকদের সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মিরা । সেমিনারে পরিবেশ, শ্রমআইন, কাজের স্বাধীনতা, পরিবেশ এবং স্বাস্থ্যগতদিক সহ শ্রমিকদের ১৩টি অধিকারের উল্লেখ করা হয় । এসময় শ্রমিকনেতারা তাদের কর্মক্ষেত্রের নানান সংকট তুলে ধরেন ।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি