ঢাকা, বুধবার   ২২ জানুয়ারি ২০২৫

গাজীপুরে জোড়া খুনের প্রধান আসামিসহ গ্রেফতার ৫

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৩৮, ১৮ জানুয়ারি ২০১৮

গাজীপুরের টঙ্গীতে জোড়া খুনের ঘটনায় প্রধান আসামি হুমায়ূনসহ ৫ জনকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১। গতকাল বুধবার রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে দুইটি বিদেশি পিস্তল, বেশ কিছু দেশীয় অস্ত্র ও মাদক উদ্ধার করা হয়েছে।

র‌্যাব সদর দফতরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক মুফতি মাহমুদ খান জানান, আজ বৃহস্পতিবার দুপুরে রাজধানীর কারওয়ান বাজারে মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এ ব্যাপারে বিস্তারিত জানানো হবে।

উল্লেখ্য, গত বছরের ১২ ডিসেম্বর সন্ধ্যা ৭টার দিকে গাজীপুর সিটি কর্পোরেশনের দত্তপাড়া এলাকায় বিদেশ ফেরত দুই ভাইকে ছুরিকাঘাতে হত্যা করে দুর্বৃত্তরা। নিহতরা হলেন- দত্তপাড়া মাতব্বর বাড়ি এলাকার মুজিবুর রহমানের ছেলে আক্তার হোসেন (৩৫) ও তার চাচাতো ভাই হাবিবুর রহমানের ছেলে আসিফুর রহমান মিম (২৭)। এ ঘটনায় নিহতের পরিবার টঙ্গী থানায় একটি হত্যা মামলা দায়ের করে।

একে/ এমজে


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি