ঢাকা, মঙ্গলবার   ২৪ ডিসেম্বর ২০২৪

চট্টগ্রামের ডিজিটাল উদ্ভাবনী মেলার সমাপনি আজ

প্রকাশিত : ১৫:৫০, ২৫ এপ্রিল ২০১৬ | আপডেট: ১৫:৫০, ২৫ এপ্রিল ২০১৬

তথ্য প্রযুক্তির সাথে নতুন প্রজন্মকে সম্পৃক্ত করার মধ্যদিয়ে রূপকল্প ২০২১ বাস্তবায়ন করার আহ্বান জানিয়েছেন, চট্টগ্রামের বিভাগীয় কমিশনার মোহাম্মদ রুহুল আমীন। রোববার বিকেলে চট্টগ্রাম এম এ আজিজ স্টেডিয়াম সংলগ্ন জিমনেসিয়াম হলে তিন দিনের ডিজিটাল উদ্ভাবনী মেলার সমাপনি অনুষ্ঠানে তিনি একথা বলেন। এ সময় তিনি আরো বলেন, তথ্য প্রযুক্তিকে কাজে লাগিয়ে প্রশাসনের গতিশীলতা ও জবাবদিহিতা বাড়াতে হবে। জনগণের দৌড়গোড়ায় যাতে সরকারি সেবা পৌঁছানো যায় তার উদ্যোগ নিতে হবে। অনুষ্ঠানে অনান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি