ঢাকা, রবিবার   ২২ ডিসেম্বর ২০২৪

দুর্বৃত্তের হামলায় বাগেরহাটে নিহত ১, ময়মনসিংহে স্ত্রীর ছুরিকাঘাতে নিহত স্বামী

প্রকাশিত : ১৭:০২, ৫ ফেব্রুয়ারি ২০১৬ | আপডেট: ১৭:০২, ৫ ফেব্রুয়ারি ২০১৬

mymsingবাগেরহাটে ঘের মালিক সত্যেন্দ্রনাথ মল্লিককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এদিকে ময়মনসিংহের ভালুকায় স্ত্রীর ছুরিকাঘাতে নিহত হয়েছেন বিল্লাল হোসেন। পুলিশ ও স্বজনরা জানায়, বাগেরহাটের চিতলমারীর বাঁশবাড়ির সত্যেন্দ্রনাথ রাতে প্রতিদিনের মতো ঘেরে পাহারা দিতে যান। সকালে পাশের ঘেরের মালিক তার মৃতদেহ পানিতে ভাসতে দেখে পুলিশে খবর দেয়। তার পেটে ও গলায় ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। এদিকে ময়মনসিংহের ভালুকায় পারিবারিক কলহের জেরে বিল্লাল হোসেনকে ছুরিকাঘাত করেন তার স্ত্রী। গুরুতর আহত বিল্লালকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার পথে মারা যান। এ ঘটনায় আটক করা হয়েছে স্ত্রী মুর্শিদা বেগমকে।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি