ঢাকা, সোমবার   ২৫ নভেম্বর ২০২৪

ক্রসবর্ডার নেটওয়ার্ক উন্নয়ন প্রকল্প একনেকে অনুমোদন

প্রকাশিত : ১৮:৪৫, ২৬ এপ্রিল ২০১৬ | আপডেট: ১৯:০০, ২৬ এপ্রিল ২০১৬

এশিয়ান হাইওয়ের সঙ্গে সম্পৃক্ত বাংলাদেশের পাঁচটি জেলার যোগাযোগ এবং ভারতের সঙ্গে অর্থনৈতিক অঞ্চল তৈরির লক্ষ্যে ‘ক্রসবর্ডার নেটওয়ার্ক উন্নয়ন’ প্রকল্প অনুমোদন দিয়েছে একনেক। শেরে বাংলানগর এনইসি সম্মেলন কক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে একনেকের সভায় প্রায় আড়াই হাজার কোটি টাকার প্রকল্পটির অনুমোদন দেয়া হয়। এটিসহ ৬ হাজার ৯৯ কোটি টাকার ৯টি প্রকল্পের অনুমোদন দেয়া একনেক। মংলার ১৩২০ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্র থেকে উদ্বৃত্ত বিদ্যুৎ আনতে ৪০০ কেভি সঞ্চালন লাইন নির্মানের ১৩৫৬ কোটি টাকার একটি প্রকল্পও অনুমোদন দিয়েছে একনেক। এছাড়া ৯০৫ কোটি টাকার বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল উন্নয়ন প্রকল্পেরও অনুমোদন দেয়া হয়। পরে পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেন, এশিয়ান হাইওয়ে যে অংশ দিয়ে বাংলাদেশের মধ্য দিয়ে অতিক্রম করেছে সেসব এলাকার সড়ক ও সেতুর মান উন্নত করা হবে।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি