ঢাকা, বুধবার   ২২ জানুয়ারি ২০২৫

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পূর্ণ প্যানেলে জয় পেয়েছে হলুদ দল

প্রকাশিত : ১৪:১৮, ২৭ এপ্রিল ২০১৬ | আপডেট: ১৪:১৮, ২৭ এপ্রিল ২০১৬

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির নির্বাচনে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ১১টি পদে পূর্ণ প্যানেলে জয় পেয়েছে স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী শিক্ষকদের সংগঠন হলুদ দল। মঙ্গলবার বিকেলে এই নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার উদ্ভিদবিদ্যা বিভাগের অধ্যাপক এম এ গফুর ফলাফল ঘোষণা করেন। নির্বাচনে সভাপতি পদে নির্বাচিত হন ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক ড. এ এফ এম আওরঙ্গজেব,  সাধারণ সম্পাদক পদে ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক সুকান্ত ভট্টাচার্য। মঙ্গলবার সকাল সকাল ৯টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি