ঢাকা, শুক্রবার   ১৪ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

পরবর্তী রাষ্ট্রপতির সিদ্ধান্ত আ. লীগের মনোনয়ন বোর্ডে: আইনমন্ত্রী

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:২৩, ২৪ জানুয়ারি ২০১৮

Ekushey Television Ltd.

পরবর্তী রাষ্ট্রপতি পদে কাকে মনোনয়ন দেওয়া হবে তার চূড়ান্ত সিদ্ধান্ত নেবে আওয়ামী লীগের মনোনয়ন বোর্ড। বুধবার দুপুরে রাজধানীর বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে জেষ্ঠ্য সহকারী জজ এবং সমপর্যায়ের বিচার বিভাগীয় কর্মকর্তাদের প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক এ কথা বলেন।

আনিসুল হক বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা মনোনয়ন বোর্ডের সভাপতি। রাষ্ট্রপতি পদে কাকে মনোনয়ন দেওয়া হবে তা মনোনয়ন বোর্ডেই সিদ্ধান্ত নেবে। আমি ওই বোর্ডের সদস্য নই।

রাষ্ট্রপতি আবদুল হামিদ ২০১৩ সালের ২৪ এপ্রিল দায়িত্ব গ্রহণ করেন। তার পাঁচ বছরের মেয়াদ চলতি বছরের ২৩ এপ্রিল শেষ হবে। সংবিধানের ১২৩ (১) অনুচ্ছেদ অনুযায়ী, রাষ্ট্রপতি-পদের মেয়াদের শেষ তারিখের পূর্ববর্তী নব্বই হতে ষাট দিনের মধ্যে শূন্য পদ পূরণের জন্য নির্বাচন অনুষ্ঠিত হতে হবে। তাই আজ বুধবার থেকে রাষ্ট্রপতি নির্বাচনের ক্ষণগণনা শুরু হলো বলে জানান ইসির কর্মকর্তারা।

একে// এআর


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি