ঢাকা, শনিবার   ০৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

সরকারের গঠনমূলক সমালোচনা করতে সাংবাদিকদের প্রতি আহ্বান রাষ্ট্রপতির

প্রকাশিত : ১৬:৫৪, ৫ ফেব্রুয়ারি ২০১৬ | আপডেট: ১৬:৫৭, ৫ ফেব্রুয়ারি ২০১৬

Ekushey Television Ltd.

একপেশে নয়, সরকারের গঠনমূলক সমালোচনা করতে সাংবাদিকদের প্রতি আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। ইংরেজী দৈনিক ডেইলি স্টারের ২৫ বছর পূর্তি উপলক্ষে অনুষ্ঠানে রাষ্ট্রপতি এ’কথা বলেন। এ’সময় সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধে ভূমিকা রাখতে সাংবাদিকদের তাগিদ দেন তিনি। presidentরাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ডেইলি স্টারের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান শুরু হয় জাতীয় সংগীতের মধ্য দিয়ে। রাষ্ট্রপতি তার বক্তব্যে সাংবাদিকদের স্বাধীনতা ও স্বেচ্ছাচারিতার মধ্যে পার্থক্যের কথা মনে করিয়ে দেন। বিশ্বে ক্রমবর্ধমান সন্ত্রাস ও জঙ্গিবাদের উত্থানের প্রেক্ষাপটে এ’সবের বিরুদ্ধে সাংবাদিকদের ভূমিকা রাখার আহ্বান জানান রাষ্ট্রপতি। ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনাম এবং ভারতের প্রখ্যাত সাংবাদিক কুলদীপ নায়ারসহ দেশ-বিদেশের বরেণ্য ব্যক্তিরা অনুষ্ঠানে বক্তব্য রাখেন। পরে ২৪ ব্যক্তি এবং একটি প্রতিষ্ঠানের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন রাষ্ট্রপতি।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি