ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

গাজীপুরে স্বাস্থ্য পরীক্ষা করিয়েছেন প্রধানমন্ত্রী

প্রকাশিত : ১৫:৫৫, ৫ ফেব্রুয়ারি ২০১৬ | আপডেট: ১৫:৫৫, ৫ ফেব্রুয়ারি ২০১৬

pm gazipurগাজীপুরে কাশিমপুরের তেঁতুইবাড়িতে শেখ ফজিলাতুন্নেসা মুজিব মেমোরিয়াল কেপিজে হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা করিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুক্রবার সকালে স্বাস্থ্য পরীক্ষার জন্য প্রধানমন্ত্রী বিশেষায়িত এই হাসপাতালে যান। সেখানে প্রধানমন্ত্রী নিজেই হাসপাতালের কাউন্টারে গিয়ে স্বাস্থ্য পরীক্ষার জন্য রেজিস্ট্রেশন এবং ফি পরিশোধ করেন। এর আগে হাসপাতালে পৌঁছালে প্রধানমন্ত্রীকে স্বাগত জানায় হাসপাতাল কর্তৃপক্ষ। প্রধানমন্ত্রীর স্বাস্থ্য পরীক্ষা করেন মেডিসিন বিশেষজ্ঞ প্রফেসর ডাক্তার এবিএম আব্দুল্লাহ; খ্যাতিমান নাক, কান, গলা বিশেষজ্ঞ অধ্যাপক ডাক্তার প্রাণ গোপাল দত্ত এবং চক্ষু বিশেষজ্ঞ অধ্যাপক ডাক্তার দ্বীন মোহাম্মদ নুরুল হক। ২০১৩ সালের ১৮ নভেম্বর মালয়েশিয়ার খ্যাতনামা প্রতিষ্ঠান কেপিজে এবং বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্টের যৌথ উদ্যোগে হাসপাতালটি যাত্রা শুরু করে।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি