ঢাকা, শনিবার   ১১ জানুয়ারি ২০২৫

চা দোকানির মৃত্যু, পুলিশ সদস্যদের বিরুদ্ধে ফৌজদারি আইনে দ্রুত বিচারের আহবান সুরঞ্জিতের

প্রকাশিত : ১৭:৩৬, ৫ ফেব্রুয়ারি ২০১৬ | আপডেট: ১৭:৪১, ৫ ফেব্রুয়ারি ২০১৬

alরাজধানীর মিরপুরে আগুনে দগ্ধ হয়ে চা দোকানির মৃত্যুর ঘটনায় পুলিশ সদস্যদের বিরুদ্ধে ফৌজদারি আইনে দ্রুত বিচার করার আহবান জানিয়েছেন আওয়ামী লীগের উপদেষ্টামন্ডলীর সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত। সকালে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে বঙ্গবন্ধু একাডেমি আয়োজিত আলোচনা সভায় সুরঞ্জিত বলেন, সুশাসন নিশ্চিত করতে অভিযুক্ত পুলিশ সদস্যদের দ্রুত বিচার করতে হবে। এছাড়া সাম্প্রতিক সময়ে বিভিন্ন ব্যাংক দূর্নীতির জন্য অর্থ মন্ত্রণালয় ও কেন্দ্রীয় ব্যাংককে দায়ী করেন সুরঞ্জিত সেনগুপ্ত। অন্যদিকে, প্রেসক্লাবে আওয়ামী হকার্স লীগের এক অনুষ্ঠানে আওয়ামী লীগের প্রচার সম্পাদক হাছান মাহমুদ বিএনপিকে কাউন্সিলের মাধ্যমে পুনর্গঠিত হয়ে সচল রাজনীতিতে ফেরার আহবান জানান। রাস্তাঘাট পরিস্কার রাখতেও হর্কার্স লীগের প্রতিও আহবান জানান তিনি।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি