ঢাকা, শুক্রবার   ১১ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

হাওর অঞ্চলের ৭ জেলাকে দুর্গত এলাকা ঘোষণার দাবি বাপাসহ কয়েকটি সংগঠনের

প্রকাশিত : ১৩:০০, ২৯ এপ্রিল ২০১৬ | আপডেট: ১৯:৫৮, ২৯ এপ্রিল ২০১৬

Ekushey Television Ltd.

বাঁধ ভেঙ্গে আগাম বন্যা কবলিত সুনামগঞ্জ, হবিগঞ্জ, নেত্রকোনাসহ হাওর অঞ্চলের ৭ জেলাকে দুর্গত এলাকা ঘোষণার দাবি জানিয়েছে বাংলাদেশ পরিবেশ আন্দোলন-বাপাসহ কয়েকটি সংগঠন। শুক্রবার সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন থেকে এই দাবি জানানো হয়। সেসময় বক্তারা বন্যাকবলিত অঞ্চলে শিগগিরই ত্রাণ বিতরণসহ পরবর্তী ফসল না ওঠা পর্যন্ত ভিজিএফ কর্মসূচির আওতায় খাদ্য নিরাপত্তা দেয়ার দাবি জানান। আর বাঁধ ভাঙ্গার জন্য নির্মাণে গাফিলতি ও দুর্ণীতিকেই দায়ি করেন তারা।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি